ল্যাপটপে ওয়াইফাই চালু করার নিয়ম

ল্যাপটপে ওয়াইফাই চালু করার নিয়ম


ল্যাপটপে কিভাবে ওয়াইফাই কানেক্ট করব একজন নতুন ল্যাপটপ বা পিসি ব্যবহারকারী এই নিয়ে প্রশ্ন করে থাকেন। আমরা যখন বাজার থেকে নতুন কোন ল্যাপটপ কিনে থাকি তখন সেটাতে ইন্টারনেট সংযোগ চালু করার জন্য অবশ্যই ইন্টারনেট সেটিং এর সেটআপ করতে হবে। তাই ব্যবহারকারী ব্যক্তির যদি ওয়াইফাই থেকে থাকে তাহলে সেটা খুব সহজেই করা যায়।



নতুন ল্যাপটপ বা পুরাতন ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করতে হলে আমাদের অনেক সময় অনেক ভোগান্তির শিকার হতে হয় ।অনেক ল্যাপটপ ব্যবহারকারী রয়েছে যারা ল্যাপটপে ওয়াইফাই হটস্পট চালু করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। 



আবার এমন অনেক ব্যবহারকারী রয়েছে যারা ওয়াইফাই সংযোগ তাদের ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারেন না। তখন অনেকেই বুঝতে পারেন না কিভাবে ল্যাপটপের সাথে ওয়াইফাই কানেক্ট করবো। 


অনেক কারণেই ল্যাপটপের সাথে ওয়াইফাই কানেক্ট না হতে পারে। আমাদের সর্বপ্রথম বুঝতে হবে কী কারণে ল্যাপটপের সাথে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। আজকের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন ল্যাপটপে কিভাবে ওয়াইফাই কানেক্ট করব বা ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করার উপায় সম্পর্কে। তাহলে চলুন দেরী না করে জেনে নেওয়া যাকঃ-




ল্যাপটপে কিভাবে ওয়াইফাই কানেক্ট করব


আমরা যারা ল্যাপটপ ব্যবহার করে থাকি তাদের মধ্যে অনেকেই Windows 10 ব্যবহার করে থাকি। ল্যাপটপ এবং পিসিতে উইন্ডোজের ভিন্নতার উপরে সেটিংস নির্ভর করে থাকে।তাছাড়া অনেকেই উইন্ডোজ সেভেন পিসি ব্যবহার করে থাকেন। তাই অবশ্যই উইন্ডোজ টেন পিসি তে ল্যাপটপ কানেক্ট করার উপায় সম্পর্কে বললে যারা উইন্ডোজ 7 পিসি ব্যবহারকারী রয়েছে তারা এই বিষয়টি সম্পর্কে বুঝতে পারবেন না। তাই দুই উইন্ডোজেই কিভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয় সেই সম্পর্কেই সুস্পষ্ট ধারণা পাবেন।




অন্য পোস্টঃমেসেঞ্জারে ব্লক দেওয়া নাম্বার খুলে ফেলুন মাত্র 2 মিনিটে

Windows 10 ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করার উপায়


যারা উইন্ডোজ টেন ভার্সনের ল্যাপটপ ব্যবহার করে থাকেন তারা খুব সহজেই তাদের ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। তাই আপনি যদি উইন্ডোজ টেন ল্যাপটপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে কিভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয় সেটা সম্পর্কে জানতে চাইলে নিচের পদ্ধতি গুলো দেখতে পারেন:-



ধাপ ১ঃসর্বপ্রথম আপনার ল্যাপটপটি চালু করতে হবে।তারপর আপনার যে রাউটার রয়েছে সেটাতে পাওয়ার কানেক্ট করতে হবে। এবার আপনার ল্যাপটপের ডান পাশে একদম নিচের দিকে নেটওয়ার্ক সাইন বাটনে ক্লিক করুন।



ধাপ ২ঃনেটওয়ার্ক সাইন বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপর আপনি দেখতে পারবেন আশেপাশে থাকা সব ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম শো করছে। এখান থেকে আপনার টার্গেটেড নেটওয়ার্ক টিতে ক্লিক করতে হবে। 



ধাপ ৩ঃক্লিক করার পর সেখানে দেখতে পারবেন connect automatically অপশন।আপনি যদি পরবর্তীতে উক্ত ওয়াইফাই সংযোগের সাথে আপনার ল্যাপটপের কানেকশন অটোমেটিক দিতে চান তাহলে তাহলে এখানে টিক দিয়ে মার্ক করে দিতে হবে। 


ধাপ ৪ঃতাহলেই আপনার ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। মূলত এভাবে চাইলে যেকোনো ব্যক্তি খুব সহজেই তার ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করে ফেলতে পারবেন। তাই যারা উইন্ডোজ টেন ব্যবহারকারী রয়েছেন তারা এই নিয়মে ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করে নিবেন। 




উইন্ডোজ সেভেন ল্যাপটপে কিভাবে ওয়াইফাই কানেক্ট করব


যারা উইন্ডোজ সেভেন ল্যাপটপ ব্যবহারকারী রয়েছেন তাদেরকে একটু অন্য নিয়মে ল্যাপটপে ওয়াইফাই সংযোগ করতে হবে। নিচে খুব সহজভাবে ধাপে ধাপে দেখানো হলো কিভাবে উইন্ডোজ 7 ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করবেনঃ-



ধাপ ১ঃযারা উইন্ডোজ সেভেন ব্যবহারকারী রয়েছেন তারা সর্বপ্রথম ল্যাপটপে থাকা নিম্নের ডানপাশের কর্ণারে নেটওয়ার্ক সাইনে ক্লিক করতে হবে। তারপরে আপনার টার্গেটেড ওয়াইফাই কোনটা শো করছে এখানে দেখতে পারবেন। 




ল্যাপটপে ওয়াইফাই চালু করার নিয়ম


এবার এখান থেকে সেই ওয়াইফাই অপারেটরের নামের উপর ক্লিক করতে হবে। 



ধাপ ২ঃএবার পাসওয়ার্ড নিয়ে নিম্নে লেখা Connect automatically বাটনে ক্লিক করতে হবে। তাহলে পরের বার যখন ল্যাপটপে ওয়াইফাই ব্যবহার করতে যাবেন তখনই অটোমেটিক কানেক্ট হয়ে যাবে।



ধাপ ৩ঃসাধারণত এইভাবেই উইন্ডোজ সেভেন ভার্সনের ল্যাপটপগুলোতে খুব সহজেই ওয়াইফাই কানেক্ট করা যায়।




অন্য পোস্টঃদাবা খেলে প্রতিদিন 500 টাকা ইনকাম করার উপায়

ল্যাপটপে ওয়াইফাই সমস্যা দূর করার উপায় 


যারা নতুন ল্যাপটপ কিনে থাকে বা নতুন ল্যাপটপ ব্যাবহার করেন তাদের মধ্যে এই সমস্যাটা বেশি থাকে। তাই তারা চাইলে উপরের পদ্ধতিতে খুব সহজেই ল্যাপটপে ওয়াইফাই সংযোগ করতে পারবেন এবং ল্যাপটপের ওয়াইফাই সমস্যা থেকে মুক্তি পাবেন।




শেষ কথা, আশা করি আজকের পোস্টটি যারা পড়েছেন ল্যাপটপে কিভাবে ওয়াইফাই কানেক্ট করব বা ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করার উপায় সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন।তার পরেও যদি কোন কিছু জানার থাকে বা কোন বিষয় সম্পর্কে বুঝতে কোন ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে সরাসরি কমেন্ট করে জানাতে পারেন। 


Post a Comment (0)
Previous Post Next Post