শ্রম বিভাগ কি | শ্রম বিভাগ কত প্রকার ও কি কি

শ্রম বিভাগ কি?

প্রাচীন কালে কাজের ব্যাপকতা ছিল না। আর এ কারণে শ্রম বিভাগের প্রয়োজন হয়নি৷ সভ্যতা ও অগ্রগতির ক্রমবিবর্তনে মানুষ বুঝতে পারল যে একজন লোকের পক্ষে সমাজের প্রয়োজনীয় সকল কাজ সম্পাদন করা সম্ভব নয়৷ 

সুতরাং নিজেদের প্রয়োজনেই তারা প্রত্যেকেই এক একটি পেশা বেছে নিলো৷ কেউ কৃষি কাজ, কেউ তাঁতের কাজ, কেউ মাছ ধরার কাজ, কেও নৌকা চালনার কাজ করতে আরম্ভ করল৷ 
শ্রম বিভাগ
শ্রম বিভাগ

আর এভাবে তারা ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত থেকে নিজেরা চাষি, তাঁতি, জেলে, মাঝি ইত্যাদি হিসেবে পরিচিতি লাভ করল৷ এটিই হল আদি শ্রম বিভাগ৷ এর পরবর্তীতে কারখানা শিল্পের প্রসার ঘটতে আরম্ভ করল৷ 

ধীরে ধীরে কর্মের পরিসর বৃদ্ধি পেল ও উৎপাদন ব্যবস্থার পরিসর ব্যাপকরুপ লাভ করল৷ এমতবস্থায় শ্রম বিভাগের প্রয়োজনীয়তা দেখা দিল৷ উৎপাদন পদ্ধতিকে নানা স্তরে বিভক্ত করা হলো।

এবং প্রত্যেক স্তরের জন্য আলাদা আলাদা শ্রমিক নিয়োজিত হল৷ তাদের সম্মিলিত  প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে উৎপাদন পদ্ধতির প্রক্রিয়া সচল রইল এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেল৷ 

প্রত্যেকটি শ্রমিক কর্মী স্ব স্ব কাজে দক্ষতা অর্জন করল৷ উৎপাদন পদ্ধতিকে নানা স্তরে বিভক্ত করে প্রত্যেকটি স্তরের জন্য ভিন্ন ভিন্ন শ্রমিক কর্মী নিয়োজিত করাকেই শ্রম বিভাগ (Division of Labour) বলা হয়৷ 

শ্রম বিভাগ কত প্রকার ও কি কি?

শ্রম বিভাগকে চার ভাগে বিভক্ত করা হয়ঃ  
  • পেশাগত শ্রম বিভাগ 
  • প্রক্রিয়াগত শ্রম বিভাগ 
  • অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ 
  • আঞ্চলিক শ্রম বিভাগ

পেশাগত শ্রম বিভাগ কি? 

প্রত্যেকটি লোক যখন একটি নির্দিষ্ট পেশা বেছে নিয়ে জীবিকা নির্বাহ করে তখন তাকে পেশাগত শ্রম বিভাগ হিসেবে বিবেচিত করা হয়৷ যেমন কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, ফিটার, ওয়েগুার ইত্যাদি স্ব স্ব পেশায় নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে৷ 

এরা যে পেশায় নিয়োজিত সে পেশার কাজটির প্রথম হতে শেষ  পর্যন্ত প্রত্যেকটি স্তর এরা নিজেরাই সমাধা করে৷ সেজন্য এ প্রকার শ্রম বিভাগ অত্যন্ত সহজ ও সরল হয়ে  থাকে৷ 

প্রক্রিয়াগত শ্রম বিভাগ কি?

কোন কোন বৃহৎ উৎপাদনের ক্ষেত্রে দ্রব্যের উৎপাদনের কার্যকে কয়েকটি স্তরে ভাগ করা হয় ৷ আর এ স্তরগুলোর প্রত্যেকটি স্বয়ংসম্পূ্র্ণ স্তর হয়৷ এক স্তরের উৎপাদিত দ্রব্য অন্য স্তরের কাঁচামাল হিসেবে ধরা হয৷ 

এটিই প্রক্রিয়াগত শ্রম বিভাগ৷ যেমন কাগজের কলের মশু রেয়ন মিলের কাঁচামাল, চিনির কলের মোলাসিস, স্পিরিট তৈরির কারখানার কাঁচামাল৷ 

অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ কি?

প্রক্রিয়াগত শ্রম বিভাগের স্তরগুলো মূলত স্বয়ংসম্পূর্ণ স্থর৷ কোন কোন  উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ স্তরকে কতগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষদ্র প্রক্রিয়ায় বিভক্ত করা যায় এবং প্রত্যেক স্তরের কর্মেই বিভিন্ন শ্রমিক নিয়োজিত থাকে৷ 

এ কারণে উৎপাদনের কোন স্তরই স্বয়ংসম্পূর্ণ হয় নন৷ উদাহরণস্বরুপ একটি গ্রাইন্ডিং মেশিনের তৈরির কথা বলা যায়৷ এই মেশিন তৈরির কাজকে কতগুলো অসম্পূর্ণ স্তরে বিভক্ত করা হয়৷ 

কোন শ্রমিক মেশিনের বডি তৈরির জন্য কাস্টিং করে থাকে, কোন শ্রমিক গ্রাইন্ডিং মেশিন এর আরমেচার ওয়াইন্ডিং করে থাকে, আবার কোন শ্রমিক গ্রাইন্ডিং হুইল তৈরি করা থাকে৷ আর এ ধরনের শ্রম বিভাগকে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ বলে৷

আঞ্চলিক শ্রম বিভাগ কি?

অনেক সময় আঞ্চলিক সুবিধার ভিক্তিতে উৎপাদন কার্য বিভক্ত হয়ে থাকে৷ যে অঞ্চলে যে সামগ্রী উৎপাদনের উপযোগী সে অঞ্চলে সে সামগ্রী বেশি উৎপাদিত হয়৷ 

যেমন উত্তর বঙ্গের শ্রমিকরা আখ, সিলেটের শ্রমিকরা চা, ময়মনসিংহের শ্রমিকরা পাট উৎপাদনে বেশি দক্ষ হয়ে থাকে৷ এরুপ অঞ্চলভিত্তিক নানাবিধ উৎপাদন কর্মকান্ডের শ্রমকে আঞ্চলিক শ্রম বিভাগ বলে৷ 
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post