সেবাগত উপযোগ কি বা কাকে বলে

 

উপযোগ কি বা কাকে বলে

সেবাগত উপযোগ কি এবং কাকে বলে এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। আজকে আর্টিকেল এর মাধ্যমে সেবা কত উপযোগ নিয়ে এই সম্পর্কিত সব প্রশ্নের সমাধান করে দেওয়া হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেবাগত উপযোগ কি?

সেবাগত উপযোগ কাকে বলে

আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কোন এক ব্যক্তির কাছে কোন জিনিসের উপযোগ কম আবার দেখবেন কোনো ব্যক্তির কাছে সেই জিনিসের উপযোগ বেশি।আর এর ফলে পণ্যটি যখন হস্তান্তর হয়ে যায় তখন এর উপযোগ বৃদ্ধি পায়।

যেমন ধরুন ছাত্রদের কাছে কলমের কালি শেষ হয়ে গেলে সেই কলমের আর কোন মূল্য নেই কিন্তু একজন ভাংরিআলার কাছে সে কলমটার মূল্য রয়েছে।

তাই পণ্যের উৎপাদনের আলোচনার সঙ্গে সেবাকর্মের  সৃষ্টি এবং এর বৃদ্ধি ও অনেকাংশে অন্তর্ভুক্ত।সহজ ভাবে যদি বলা যায়,মানুষ তার শ্রম এবং সেবার মাধ্যমে যেই উপযোগ বৃদ্ধি বা সৃষ্টি করে থাকে তাকে মূলত সেবাগত উপযোগ বলা হয়ে থাকে।


পরিশেষে, আশা করি যাদের সেবাগত উপযোগ নিয়ে প্রশ্ন ছিল তারা আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে সেবাগত উপযোগ কি সে সম্পর্কে ভালভাবে বুঝতে পেরেছেন। উপযোগ সম্পর্কিত আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।



Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post