deslor 5 mg bangla | ডেসলর ট্যাবলেট এর কাজ কি

Deslor হল এন্টিহিস্টামিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত। ইহা বিভিন্ন অ্যালার্জিজনিত রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও চুলকানি, ফোলাভাব ও ফুসকুড়ির মতো উপসর্গগুলো থেকে মুক্তি দেয়। 

ডেসলর ট্যাবলেট এর কাজ কি?

Deslor 5 মি.গ্রা. ট্যাবলেট ওরিয়ন ফার্মা লিমিটেড কোম্পানির একটি ঔষুধ। এই ট্যাবলেটের গ্রুপ নাম বা জেনেরিক নাম হচ্ছে ডেসলোরাটাডিন।
deslor 5 mg bangla
deslor 5 mg bangla

deslor ট্যাবলেট বিভিন্ন রকম রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। নিচে এই ট্যাবলেটের কাজগুলো উল্লেখ করা হল। যেমনঃ
  • চোখ লাল
  • চোখ দিয়ে পানি পড়া
  • হাঁচি
  • এলার্জি
  • নাক দিয়ে পানি পড়া ইত্যাদি।

ডেসলর কিসের ঔষধ?

ডেসলর (Deslor) ৫ মি.গ্রা. ট্যাবলেট সাধারণত এলার্জির ট্যাবলেট হিসেবে পরিচিত।

ডেসলর ট্যাবলেট খাওয়ার নিয়ম?

ডেসলর ট্যাবলেট প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এবং ১২ বছরের উর্ধ্বে যারা রয়েছে তারা প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করবে। এই ডেসলর ট্যাবলেট সাধারণত রাতে খাওয়ার পর ও ঘুমানোর আগে সেবন করতে হয়। 

আর একটা কথা মাথায় রাখবেন, যেকোন রোগের জন্য যেকোন ঔষুধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেই ঔষুধ সেবন করবেন।

ডেসলর কোন রোগের ঔষধ?

ডেসলর ৫ মি.গ্রা. ট্যাবলেট হচ্ছে এলার্জি রোগের ঔষুধ। এছাড়াও বিভিন্ন রকম রোগ প্রতিরোধে এই ট্যাবলেট কাজ করে থাকে।

ডেসলর এর পার্শ্বপ্রতিক্রিয়া?

এলার্জির অন্যান্য সাধারণ ট্যাবলেট এর মত মুলত এই ট্যাবলেট খেলে ঘুম কিংবা ঘুম ঘুম ভাব দেখা দিবে না। তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যা নিচে উল্লেখ করা হলঃ
  • ঝিমুনি ভাব
  • মাথা ব্যথা
  • অবসন্নতা
  • বমি বমি ভাব
  • মাংসপেশির ব্যাথা অনুভব
  • গলবিলের প্রদাহ
  • বদহজম ইত্যাদি দেখা দিতে পারে।

ডেসলর খেলে কি ঘুম হয়?

ডেসলর ট্যাবলেট সেবন করলে ঘুম কিংবা ঘুম ঘুম ভাব হবে না। এতে আপনার আগের মতোই ঘুম থাকবে কোন অতিরিক্ত ঘুম আসবে না।

ডেসলর ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?

  • ডেসলর ট্যাবলেট প্রতিদিন একটি খেতে হবে।
  • এই ট্যাবলেট প্রতিদিন রাতে খাওয়ার পরে ও ঘুমানোর আগে সেবন করতে হবে।
  • স্তনদানকালীন মায়েদের ডেসলর ট্যাবলেট খাওয়া যাবে না।

ডেসলর ট্যাবলেট কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না?

না, এই ট্যাবলেট গর্ভাবস্থায় মায়েদের খাওয়া যাবে না। এই ট্যাবলেট বারো বছরের কম বয়সী শিশুদের কোনভাবেই খাওয়ানো যাবে না। তবে ট্যাবলেটের পরিবর্তে শিশুদের ক্ষেত্রে সিরাপ ব্যবহার করা হয়। আপনি চাইলে আপনার সন্তানকে সিরাপ খাওয়াতে পারবেন।

ডেসলর ট্যাবলেট এর দাম কত?

Deslor ৫ মি.গ্রা. ট্যাবলেট প্রতি পিসের দাম হচ্ছে পাঁচ টাকা।

Deslor 5 mg সম্পর্কে?

  • Dosage Form: Tablet
  • Generic: Desloratadine
  • Strength: 5 mg
  • Unit Price: ৳ 5. 00
  • Box Price:  ৳ 50.00
  • Pharma: Orion Pharma Ltd

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। 
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post