মৃত্যু নিয়ে স্ট্যাটাস,উক্তি এবং ক্যাপশন

মৃত্যু নিয়ে স্ট্যাটাস


প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা সত্য। তার পরেও আমরা যেন কখনো কখনো এই সত্যটা ভুলে যায়।মৃত্যু নিয়ে অনেকে অনেক কিছু বলে গিয়েছেন অনেক উক্তি অনেকে দিয়ে গিয়েছেন অনেক স্ট্যাটাস। অনেক কবি সাহিত্যিক এবং জ্ঞানী গুণীরা মৃত্যু নিয়ে এই সকল উক্তি গুলো বহিঃপ্রকাশ হতেও দেখেছেন। আজকের আর্টিকেলে এরকমই কয়েকটি মৃত্যু নিয়ে স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করবো।


মৃত্যু নিয়ে স্ট্যাটাস/মৃত্যু নিয়ে ফেসবুক স্ট্যাটাস/মৃত্যু নিয়ে ক্যাপশন


পৃথিবীর সব প্রাণী মরণশীল। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা মাঝেমধ্যে এই কথাটা ভুলে যাই। নীচে সেরা কিছু মৃত্যু নিয়ে স্ট্যাটাস বা মৃত্যু নিয়ে উক্তি দেওয়া হলো।



★সব মৃত্যুই  হচ্ছে কষ্টের সুখের কোন মৃত্যু হয় না।


★মৃত্যুর ভয় হচ্ছে বুদ্ধিমত্তার লক্ষণ যারা নির্বোধ তাদের মধ্যে শুধু মৃত্যু ভয় থাকেনা । মৃত্যু নিয়ে স্ট্যাটাস


আল্লাহ যদি কাউকে মারতে চান তাহলে কি আয়োজন করার কিছু আছে? তাহলে মরতে কিসের ভয় একদিন তো মরে যেতেই হবে 


★মৃত মানুষদের জন্য আমরা কখনো অপেক্ষা করি না আমাদের সমস্ত অপেক্ষা জুড়ে থাকে জীবিত মানুষেরা।


★মৃত্যুর সময় কেউ পাশে থাকবে না, এর চেয়ে ভয়াবহ মনে হয় আর কিছু নেই। শেষ বিদায় নেওয়ার আগে অন্তত কোন একজন মানুষকে বলে যাওয়া দরকার। নিঃসঙ্গ ঘর থেকে একা চলে যাওয়া যায় না এবং যাওয়া উচিত নয়। এটা হৃদয়হীন ব্যাপার।


পুরুষের মত বাঁচতে গিয়ে যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে মরে কি ক্ষতি।মৃত্যু নিয়ে স্ট্যাটাস


★মৃত্যুর স্টাম্প আমাদের জীবনের মুদ্রাকে মূল্য দেয়, এটি সত্যি কারের মূল্যবান যা জীবনের সাথে কেনা সহজ করে তোলে। 


মৃত্যু নিয়ে ইসলামিক স্ট্যাটাস/অকাল মৃত্যু নিয়ে স্ট্যাটাস


যারা মৃত্যু নিয়ে ইসলামিক স্ট্যাটাস এর সন্ধানে আছে তারা চাইলে এখান থেকে সরাসরি মৃত্যু নিয়ে ইসলামিক স্ট্যাটাস গুলো সংগ্রহ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। 



★সেই হচ্ছে প্রকৃত মানুষ যে আত্মার মৃত্যুকে ভয় পায় শারীরিক মৃত্যুকে নয়।


★নিকৃষ্ট হচ্ছে সেই পরিবারের সদস্যরা যারা মৃত মানুষটির জন্য কান্নাকাটি করে কিন্তু মৃত মানুষের ঋণ শোধ করে না।মৃত্যু নিয়ে স্ট্যাটাস


যে ব্যক্তি মৃত্যুকে চিনে গিয়েছে তার জন্য দুনিয়ার মসিবত এবং দুঃখ সহ্য হয়ে গেছে। 


★মৃত্যু হচ্ছে সবথেকে বড় ক্ষতি নয় সবথেকে বড় ক্ষতি হচ্ছে সেটাই যখন কেউ বেঁচে থেকেও মরে যাই। 


★মৃত্যু হল মানুষের জীবনের সর্বপেক্ষা বড় আশীর্বাদ। 


★তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে কিন্তু তুমি বে খবর।


আল্লাহই তোমাদের জীবন দান করেছেন এবং তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। আর তিনি তোমাদের পুনর্জাগরিত করবেন।তারপরও মানুষ অতি অকৃতজ্ঞ। 



অন্য পোস্টঃআড্ডা নিয়ে সেরা কয়েকটি স্ট্যাটাস 

মামার মৃত্যু নিয়ে স্ট্যাটাস 



★এই পৃথিবী থেকে একদিন সবাইকেই বিদায় নিতে হবে আর আমার অতি আপনজন মামাকেও কেউ চলে যেতে হবে। 


★মামা ছিল আমার জীবনের অমূল্য রত্ন মামাকে হারিয়ে আমি আজ হয়ে গিয়েছি নিঃস্ব। 


একজন মামা একজন ভাগিনার কাছে কি ছিল সে তখনই বুঝতে পারে যখন তার মামা আর দুনিয়াতে থাকেনা। মৃত্যু নিয়ে স্ট্যাটাস


★মৃত্যু কি সহজ নিঃশব্দে আসে কিন্তু আমাদের মধ্যে থাকা কিছু মানুষ ছাড়া জীবনই জীবন নিয়ে গর্ব করে যায়। 



অন্য পোস্টঃশিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস 

চাচার মৃত্যু নিয়ে স্ট্যাটাস


★জীবনকে পরিপূর্ণ করতে হলে আপনজনকে ভালবাসতে হবে আর এই আপনজনদের মধ্য থেকে চাচাই হচ্ছে সবথেকে বড় আপন।


চাচার মৃত্যুতে তার জন্য দোয়া করতে গিয়ে কখনো অকৃতজ্ঞ হওয়া যাবে না।


★ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় আপনজন হলো বাবার পরে চাচা তাই চাচাকে অবশ্যই যথেষ্ট সম্মান করতে হবে।


★যারা দুষ্ট প্রকৃতির লোক তারা সবসময়ই অকৃতজ্ঞ হয়।মৃত্যু নিয়ে স্ট্যাটাস


★ভালো মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবথেকে উত্তম মাধ্যম হলো প্রশংসা করা।


মানুষের জ্ঞান যখন পূর্ণতা লাভ করে তখন সে অপ্রয়োজনীয়' কথাবার্তা বলা থেকে বিরত থাকে।



বাবার মৃত্যু নিয়ে স্ট্যাটাস/মা বাবাকে নিয়ে স্ট্যাটাস


বাবা হচ্ছে আমাদের জীবনের সব থেকে মূল্যবান একজন ব্যক্তি। আমাদের জীবন থেকে যখন এই বাবা নামক বটবৃক্ষ টি হারিয়ে যায় তখন আমরা অনেকটা একা হয়ে পড়ি। সময়ের সাথে সাথে বাবাকে নিয়েও অনেক স্ট্যাটাস বা অনেক উক্তি তৈরি হয়েছে। নিচের সেরকমই কয়েকটি উক্তি দেওয়া হলো।


★বাবা মানে হচ্ছে ছেলের ভবিষ্যৎ জীবন তাই তিনি সকল সময় শংকিত থাকেন ছেলের ভবিষ্যৎ নিয়ে।মৃত্যু নিয়ে স্ট্যাটাস


বাবা মানে শেষ বিকেলের বট গাছের ছায়ার মত। তিনি সকল ধরনের বিপদ আপদ থেকে সন্তানদের রক্ষা করে থাকেন। 


★বাবার পা মনে হয় অন্য সবার চেয়ে দ্রুত চলে তা না হলে এত অল্প সময়ে এত সব কিছু আগলে রাখতে পারতেন না। 


★বাবার মাঝে লুকিয়ে আছে সন্তানের গভীর ভালোবাসা। একজন বাবা তার সন্তানের জন্য যে অবদান রেখে যান তা সারা জীবন হিসাব করেও বের করা যাবে না।



আমাদের শেষ কথা 


আমাদের এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা সুন্দর কয়েকটি মৃত্যু নিয়ে স্ট্যাটাস দেখতে পেরেছেন।আপনারা চাইলে এই সকল স্ট্যাটাস গুলো সংগ্রহ করে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করতে পারেন। 

 

Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post