আড্ডা নিয়ে স্ট্যাটাস

আড্ডা নিয়ে স্ট্যাটাস


আমরা অনেক সময় বন্ধুবান্ধবরা মিলে আড্ডা দিয়ে থাকি। আড্ডা দেয়ার মুহূর্তে আমরা অনেকেই বিভিন্ন ধরনের স্ট্যাটাস ব্যবহার করে থাকি।আর আমাদের বন্ধুদের মধ্যে যারা বেশি এই সকল স্ট্যাটাস গুলো ব্যবহার করতে পারেন তাদেরকে অনেক স্মার্ট বলে মনে করেন। আজকের এই পোষ্টে সেরা কিছু আড্ডা নিয়ে স্ট্যাটাস থাকবে যা আপনারা চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।এই স্ট্যাটাসগুলো বন্ধুদের মাঝে ব্যবহার করলে বন্ধুরা আপনাকে চালাক এবং বুদ্ধিমান মনে করবে। 



আড্ডা নিয়ে স্ট্যাটাস 


যারা আড্ডা কালীন সময়ে স্ট্যাটাস ব্যবহার করতে চান না তারা চাইলে এই সকল স্ট্যাটাস গুলো ব্যবহার করতে পারেন।


★কফি হাউজের সেই আড্ডা গুলো আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই।


কখনো কোন সময় কোন বন্ধুকে আঘাত করবে না, আড্ডার ছলেও নয়।


★মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর প্রবল উচ্ছ্বাসে ভরা প্রিয় শহর।


★অনেকগুলো বন্ধু যখন বসে একসাথে আড্ডা দেয় তখন প্রত্যেকে তার প্রিয় বন্ধুর দিকে তাকিয়েই হাসে আড্ডা দেয়।আড্ডা নিয়ে স্ট্যাটাস


★পৃথিবীর সবচেয়ে সুন্দরতম আড্ডা হলো বই পড়া একটা ভালো বই এক কাপ কফি এবং একটি সুন্দর বিকেল।


সবচেয়ে হাসিখুশি মানুষটা যখন বন্ধুদের সাথে আড্ডায় হাসতে পারেনা তাহলে বুঝতে হবে কোন কিছু ঠিক নেই।


★আড্ডা মানে সারাদিন ক্লান্তি দূর, সারা দিনের জমানো সব কথা বলা এবং আড্ডা মানেই ছোটবেলায় যেন ফিরে যাওয়া।আড্ডা নিয়ে স্ট্যাটাস


★যখন সমবয়সী ছেলে এবং মেয়েরা একসাথে থাকে তখন দেখবেন ভয়ঙ্কর আকারের আড্ডা হয়।


★একজন আড্ডাবাজ মানুষ অনেকের কাছেই খুব প্রিয় হয়ে ওঠে এবং অনেকগুলো মানুষের মধ্যে তাকে আলাদা করা হয়। 



আড্ডা নিয়ে কবিতা 


আড্ডা নিয়ে অনেক সুন্দর সুন্দর কবিতা রয়েছে আপনারা চাইলে এই কবিতাগুলো ব্যবহার করতে পারেন।এই কবিতা গুলোর ব্যবহার করার ফলে আড্ডা গুলো  আরো সুমধুর হয়ে উঠবে।



★সুস্বাদু সূর্যালোক সতেজ বৃষ্টি আর আনন্দের তুষারপাত আর আড্ডা যখনই হয় তখন পরিবেশ সুন্দর থাকে।


সন্ধ্যার চায়ের টেবিলে আড্ডাগুলো থাকুক চায়ের কাপে ছুয়ে।


★আজও আমার উষ্ণতায় মনে পরে তোমাদের সাথে কাটানো সেই সময়গুলো। আর ব্যাক বেঞ্চের জীবন্ত আড্ডাগুলো।আড্ডা নিয়ে স্ট্যাটাস


★মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর সেই প্রহর প্রবল উচ্ছাসে ভরা প্রিয় শহর।


আড্ডা, গল্প এবং আলাপচারিতা এগুলো হলো পুরোনো দিনে ফিরে যাওয়ার সহজ মাধ্যম।


★সব সুখি মানুষরা যখন ঘুমিয়ে পড়েন তখন দুঃখের সাগরে ভাসতে থাকা মানুষেরা আড্ডা দেয়। 


আড্ডা নিয়ে উক্তি 


যারা আড্ডা নিয়ে সুন্দর সব উক্তি খুঁজে থাকেন তারা চাইলে এখান থেকে আড্ডা সম্পর্কিত বিভিন্ন ধরণের উক্তির সংগ্রহ করে বন্ধুদের মাঝে বলতে পারেন। 


★মানুষ হচ্ছে আড্ডাপ্রিয় প্রাণী তাই মানুষ তার সুন্দর সময়কে আড্ডার জন্যই বেঁছে রাখে। 


ঠোঁটের কোণায় উচ্চতা চায়ের কাপে স্বল্পতা আড্ডায় নেই কোনো বিষণ্নতা শুধু আছে বিচিত্র সব কথা। 


★আমাদের পৃথিবীর সবচেয়ে সুন্দরতম উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু মানুষ হেসে-হেসে আড্ডা দিচ্ছে। 


★একটা সময় ছিল যখন লোডশেডিং হতো এবং পুরো এলাকা অন্ধকারে ঘিরে যেত। মানুষগুলো তখন বাসার বাইরে আড্ডায় এসে গল্প জমাতো।আহা সেই দিনগুলো কতইনা সুন্দর ছিল। আড্ডা নিয়ে স্ট্যাটাস


আড্ডা দেওয়ার জন্য অন্য কোন জিনিস বা সামগ্রীর প্রয়োজন নেই। আড্ডার একমাত্র সামগ্রী হলো বন্ধু আর কিছুই নয়।


★আড্ডা চলছে রাতভর, কথা ফুরায়না বন্ধু তুমি মনে রেখো আমায় যেন কখনো ভুলে যেওনা।



আড্ডা নিয়ে স্ট্যাটাস ইংরেজি


★আড্ডার কোনও বয়স হয় না একজন ৬ বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধ পর্যন্ত আড্ডা জমাতে পারে।


★জীবনের সেরা সময় গুলোকে মানুষ আড্ডা দিয়েই অতিক্রম করে থাকে। 


★কতদিন হয়নি সেই আড্ডা গুলো কতদিন যায়নি সে রেস্তোরাঁতে, কতদিন ওই বিকেল বেলার আলো ছায়া দেখে নি তবুওতো সূর্য ওঠে সূর্য অস্ত যায় গোধূলি বেলায়।আড্ডা নিয়ে স্ট্যাটাস


চেয়ারগুলো আমাদের জন্য অপেক্ষা করেন বইগুলো আমাদের দিকে তাকিয়ে রয়। আড্ডা কি জমবে না এই দরোজায়?কবে ফিরে পাবে লাইব্রেরী তার আগের পরিচয়। 


★জমিয়ে রাখা কথাগুলো উঁকি দিয়ে যায় প্রতিটি মুহূর্তের মধ্যেই সীমাবদ্ধ মানুষ, তবুও তো মানুষ আড্ডা দিয়ে থাকে ওড়াই ভালোবাসার ফানুস। 


★সময় অপচয়কারীরা সবচেয়ে বেশি আড্ডায় সময় অপচয় করে থাকে এবং সব সময় তার জন্যই তারা হাপিত্যেশ করে বেড়ায়। আড্ডা নিয়ে স্ট্যাটাস


★বন্ধুরা এলোমেলো মুঠো ফোনে ভেসে এলো রাত জেগে হয় সব আড্ডা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে, নোটিফিকেশন বেজে ওঠে এক মিনিটও নেই সময়। 



আমাদের শেষ কথা 


আজকের এই পোস্টে আপনার সাথে আড্ডা নিয়ে স্ট্যাটাস বা আড্ডা নিয়ে সেরা কিছু স্ট্যাটাস উক্তি সম্পর্কে জানানোর চেষ্টা করেছি।তার পরেও যদি কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে আগ্রহী হন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। 

Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post