গোপন ক্যামেরার দাম কত?কম দামে ভালো গোপন ক্যামেরা


অনেক গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করার জন্য অনেক ক্ষেত্রে গোপন ক্যামেরার প্রয়োজন হয়ে থাকে।এই সকল গোপন ক্যামেরা গুলো অনেক ছোট হওয়ায় প্রতিপক্ষের চোখ এড়িয়ে অনেক সহজেই ভিডিও ধারণ করা যায়। গোপন ক্যামেরা কে অনেকে স্পাই ক্যামেরা বা হিডেন ক্যামেরা বলেও চিনে থাকেন। যারা গোপন ক্যামেরা কিনতে চান তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন বর্তমান সময়ের সেরা গোপন ক্যামেরা কোনগুলো এবং গোপন ক্যামেরার দাম কত। আজকের পোস্টে জানতে পারবেন কম দামে ভালো গোপন ক্যামেরা বা হিডেন ক্যামেরা সম্পর্কে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক:-


হিডেন ক্যামেরা কি/ গোপন ক্যামেরা



হিডেন ক্যামেরা কে সাধারণত স্পাই ক্যামেরা বলে ডাকা হয়ে থাকে। কোন ব্যক্তি বা বস্তুর পাশে নজরদারি করার জন্য যে ক্যামেরা স্পাই  মতো লাগিয়ে রাখা হয় তাকে সাধারণত হিডেন ক্যামেরা বলা হয়ে থাকে। এই হিডেন ক্যামেরা গুলো অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়ে থাকে। হিডেন ক্যামেরা এবং গোপন ক্যামেরা একই ধরনের ক্যামেরা।



গোপন ক্যামেরা দাম /hidden camera price in bangladesh



বর্তমানে বাংলাদেশের বাজারে আপনারা অনেক ধরনের স্পাই ক্যামেরা পেয়ে যাবেন। এই গোপন ক্যামেরা গুলো ব্যবহার করে যে কোন স্থান থেকে ফুটেজ নেওয়া সম্ভব।বাংলাদেশ থেকে আপনারা যদি গোপন ক্যামেরা কিনতে চান তাহলে ১০০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকার মধ্যে নিতে পারেন। নিচে বর্তমান সময়ে সেরা কিছু গোপন ক্যামেরা রিভিউ দেওয়া হলো :-



১.SQ13 Night Vision WIFI Mini Camera


গোপন ক্যামেরার দাম কত?কম দামে ভালো গোপন ক্যামেরা



যারা কম দামে স্পাই ক্যামেরা বা গোপন ক্যামেরা কিনতে চান তাদের জন্য এই ক্যামেরাটি খুবই ভালো হতে পারে। এটা এক ধরনের নাইট ভিসন ক্যামেরা অর্থাৎ এই ক্যামেরাটি ব্যবহার করে আপনারা রাতে যেকোনো ধরনের ভিডিও ধারণ করতে পারবেন। ক্যামেরাটি ওয়াইফাই সংযোগে কাজ করে থাকে। ক্যামেরাটি তে ব্যবহার করা হয়েছে ৩০০০ এম্পিয়ার এর ব্যাটারি। ক্যামেরাটি একবার চার্জ দিলে আপনারা  একটানা ৯০ মিনিট ব্যবহার করতে পারবেন।



২.Small Wi-Fi IP camera


গোপন ক্যামেরার দাম কত?কম দামে ভালো গোপন ক্যামেরা



লো বাজেটের স্পাই ক্যামেরা গুলোর মধ্যে এই ক্যামেরাটি অসাধারণ। ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 5MP shape.তাছাড়া ক্যামেরাটিতে ১০৮০ p তে ভিডিও ধারণ করা যাবে।উক্ত ক্যামেরাটি ওয়াইফাই সংযোগে চলবে এবং গোপন ক্যামেরাটি তে রয়েছে ৩০০০ এম্পিয়ার এর ব্যাটারি। ক্যামেরাটি একবার চার্জ দিলে ১২ ঘন্টা খুব সহজেই চলবে। যারা বাংলাদেশ থেকে ক্যামেরাটি কিনতে চান তারা ৩,২৯০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। 



৩.H11 Power Bank with 4K Live Night Vision IP Camera


গোপন ক্যামেরার দাম কত?কম দামে ভালো গোপন ক্যামেরা



স্ট্যান্ডার্ড টাইপের গোপন ক্যামেরারটিতে রয়েছে অসাধারণ সব সুবিধা। এই ক্যামেরাটি ব্যবহার করে যে কোন ধরনের গোপন কাজের ভিডিও খুব সহজেই ধারণ করা সম্ভব। ক্যামেরাটি ১০৮০ p তে খুব সহজেই ভিডিও রেকর্ডিং করতে পারবে। যারা বাংলাদেশের বাজার থেকে ক্যামেরাটি কিনতে চান তারা ৫২০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।



৪.H14 Spy 4K WIFI Speaker Camera


গোপন ক্যামেরার দাম কত?কম দামে ভালো গোপন ক্যামেরা



সাধারণত এই গোপন ক্যামেরার দাম একটু বেশি। কেননা এই ক্যামেরাটিতে যে সকল নতুন ফিচার পাচ্ছেন তা অন্য ক্যামেরা গুলোতে পাবেন না। এই ক্যামেরাটি ওয়াইফাই এবং ব্লুটুথ কানেকশনে খুব সহজে চলবে।4K resolution ক্যামেরাটি তে রয়েছে 128GB storage expansion এবং ১৬০০ এম্পিয়ারের ব্যাটারি সুবিধা। ক্যামেরাটি নাইট ভিশন মুডে অসাধারণ কাজ করে থাকে। যারা বাংলাদেশ থেকে আকর্ষণীয় এই ক্যামেরাটি কিনতে চান মাত্র ৭ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন।



গোপন ক্যামেরা কোথায় পাওয়া যাবে


যে সকল ব্যবহারকারীদের বিভিন্ন কাজের জন্য গোপন ক্যামেরার দরকার হয়ে থাকে তারা চাইলে সরাসরি ঢাকায় গিয়ে ক্যামেরার দোকানগুলোতে গোপন ক্যামেরা পেয়ে যাবেন। তাছাড়া অনলাইনের মাধ্যমে যদি আপনারা গোপন ক্যামেরা পেতে চান তাহলে bdstall.com ওয়েবসাইট থেকে অর্ডার করে কিনতে পারেন।



শেষ কথা, আশা করি আজকের পোস্টটি  যারা পড়েছেন গোপন ক্যামেরার দাম বর্তমান সময়ের কম দামে ভালো কিছু গোপন ক্যামেরা সম্পর্কে জানতে পেরেছেন। উক্ত ক্যামেরা গুলো ব্যবহার করে যেকোনো ধরনের গোপন কাজ করা যাবে। তারপরেও যদি এই বিষয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

Post a Comment (0)
Previous Post Next Post