ডিসকভার ১২৫ দাম।discover 125 price in bangladesh 2023

ডিসকভার ১২৫ দাম।discover 125 price in bangladesh 2023


আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন।আমরা সকলেই ডিসকভার ১২৫ বাইক সম্পর্কে শুনেছি এবং দেখেছি। খুবই ভালো মানের একটি বাইক।এই বাইকের রিভিউ প্রচুর দিয়ে থাকে বাংলাদেশে।তাই আজকের পোস্টে আমরা ডিসকভার ১২৫ বাইকের দাম এবং সকল কিছু সম্পর্কে আলোচনা করবো।তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাকঃ- 


ডিসকভার ১২৫ দাম/discover 125 price in bangladesh



ডিসকভার বাইকটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় বাইক। তাই আমরা প্রত্যেকেই জানি ডিসকভার এই মডেলটি বাজাজ কোম্পানির আন্ডারে আসে।বাজাজ ডিসকভার ১২৫ হলো একটি কমিউটার বাইক যা সিটি রাইডিং এর জন্য ডিজাইন করা হয়েছে।এটিতে একটি ১২৫cc ইঞ্জিন রয়েছে যা আপনাকে সহজেই রাস্তার  চারপাশে যাওয়ার জন্য প্রচুর শক্তি দেয়।বাইকটিতে জ্বালানি সাশ্রয়ী ডিজাইনও রয়েছে,যার অর্থ আপনি গ্যাসের টাকা বাঁচাতে পারবেন। ডিসকভার ১২৫ রাইড করতেও আরামদায়ক,এটি প্রতিদিনের যাতায়াতের জন্য একটি দুর্দান্ত পছন্দ করে তোলে।



বাংলাদেশ বাজাজ ডিসকভার ১২৫ এর দাম খুবই সাশ্রয়ী।অনেকেই এখন এই ধরনের মোটরসাইকেল খুঁজছেন।যারা তাদের প্রথম বাইক কিনতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত পছন্দ। এই মডেলটি মহিলা রাইডারদের মধ্যেও জনপ্রিয়। 




বাজাজ ডিসকভার ১২৫ হলো একটি স্পোর্টি কমিউটার বাইক যা ভারতীয় বাজারে ২০০৯ সালে লঞ্চ করা হয়েছিল।বাইকটি এখন বাংলাদেশে ১২৫,০০০ টাকা মূল্যের সাথে উপলব্ধ।সামনে এবং পিছনে অ্যালয় হুইল,বৈদ্যূতিক স্টার্ট এবং ডিস্ক ব্রেকগুলির মতো বৈশিষ্ট্য সহ এটি অর্থের জন্য দুর্দান্ত মূল্য সরবরাহ করে।বাইকটি একটি ১২৪.৬ccইঞ্জিন দ্বারা চালিত যা ১০.৮ PS শক্তি এবং ১০.৮ Nm টর্ক উৎপন্ন করে।এটি জ্বালানি সাশ্রয়ী,৭৪ কিমি/লিটার একটি চিত্তাকর্ষক মাইলেজ প্রদান করে। 


২০২২ এ ডিসকভার ১২৫ এর দাম ছিল ১৩১,০০।যার ইঞ্জিন ছিল ১২৪.৫ cc। তখন সর্বোচ্চ টর্ক এবং শক্তি ছিল ১১PS @৭৫০০rpm এবং ১১Nm@৫৫০০rpm।গতি ছিল ১০০ kmph এবং মাইলেজ ছিল ৮২ .৪kmpl। আর ২০২৩ এ ডিসকভার ১২৫ আরও বেশি উন্নত হয়ে গেছে। 



অন্য পোস্টঃমার্সেল ফ্রিজের দাম কত 


ডিসকভার ১২৫ দাম ২০২৩ /125cc বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম



ডিসকভার  ১২৫ সিসি বাইকের দাম আগে ছিল ১২৫০০০ কিন্তু বর্তমানে ১,৫৩,০০০ টাকায় উঠে গেছে।কারণ ডলার রেট ও মূল্যস্ফিতি বৃদ্ধির কারণে বাড়ছে দৈনন্দিন পণ্যের দাম। এই কারণে আমদানিকৃত পণ্যের দামও একই হারে বেড়ে যাচ্ছে।যে কারণে বাইকের দাম ও বেড়ে গেছে। 




ডিসকভার ১২৫ বাংলাদেশ প্রাইস

 


ডিসকভার ১২৫ বাংলাদেশে এখন প্রাইস হচ্ছে ১,৫৩,০০০। কারণ ডলারের মূল্য বেড়ে যাওয়ায় বাইকের প্রাইস বেড়ে গেছে। এছাড়া ডিসকভার ১২৫ ২০২৩ এ নতুন করে বানানো হয়েছে।নিচে বাইকের ডিটেইলস সহ দেখানো হলোঃ



. সর্বোচ্চ শক্তি- 11 bhp @ 7,500 rpm

.সর্বোচ্চ টর্ক - 11 Nm @ 5,500 rpm 

. এমিশন টাইপ - পাওয়া যায়নি 

.ইঞ্জিন - 124.5 cc 

.সিলিন্ডারের সংখ্যা - 1  

. বোর- 47 mm 

.স্ট্রোক - 54.4 mm  

. সিলিন্ডারে ভাল্ভের সংখ্যা-

. কম্প্রেশন অনুপাত- পাওয়া যায়নি 

. ইগনিশন- DTS-i  

. কুলিং সিস্টেম- Air Cooled 

. ট্রান্সমিশন- 5 Speed Manual  

. ক্লাচ- Wet Multiplate 

. তেল সরবরাহ ব্যবস্থা- Carburetor  

. জ্বালানী সক্ষমতা- 8 litres 

. রিজার্ভ ট্যাঙ্ক- 1.5 litres 

. মাইলেজ- 82 kmpl 

. সর্বোচ্চ গতি- 100 kmph 

. সামনের ব্রেক- Disc 

. সামনের ব্রেকের পরিধি- 200 mm 

. পেছনের চাকার সাইজ- Drum 

 .সামনের টায়ার সাইজ- 130 mm 

. পেছনের টায়ার সাইজ- Single Piston 

 .টায়ার টাইপ- Tubed 

 .রেডিয়াল টায়ার- No 

 .চাকার টাইপ- Alloy 

 .সামনের সাসপেনশন- Telescopic,140 mm fork travel 

 .ওজন- 125 kgs 

 .দৈর্ঘ্য- 2,035 mm 

 .প্রস্থ- 760 mm 

 .উচ্চতা- 1,085 mm 

 .হুইল বেইজ- 1,305 mm 

 .গ্রাউন্ড ক্লিয়ারেন্স- 165 mm 

 .অডোমিটার- Digital 

 .পেছনের পাদানি- Yes 

 .ইউএসবি চারজিং পোর্ট- পাওয়া যায়নি 

 .স্পিডোমিটার- Digital 

 .তেল পরিমাপক- Yes 

 .টেকোমিটার- পাওয়া যায়নি 

. তেল কমার সংকেত- Yes 

. ট্রিপমিটার এর সংখ্যা - পাওয়া যায়নি 

. ট্রিপমিটার - পাওয়া যায়নি 

 .ব্যাটারি কমার সংকেত- Yes 

 .স্টাটিং- Kick&Elrctric Start 

 .কিল সুইচ- No 

 .ঘড়ি- No 

. ইলেকট্রিক সিস্টেম- 12V (DC) 

 .ব্যাটারির সক্ষমতা- Maintenance Free 

.হেডলাইট- Halogen Bulb 

 .পেছনের লাইট- পাওয়া যায়নি 

 .সিগনাল লাইট- Yes 

 .পাস সুইচ- Yes 

 .বাড়তি ফিচার- পাওয়া যায়নি

 এই বাইকের মধ্যে যে সমস্ত নতুন সংস্করণগুলি হয়েছে সেগুলি হলো,এই বাইকটিতে একটি নতুন করে তৈরি ডবল LED DRL হেডলাইট রয়েছে,এছাড়াও একটি নতুন ডিজাইনের বেজেল টেল লাইটও রয়েছে।এখনো পর্যন্ত ডিসকভার ১২৫ চারটি রঙে উপলব্ধ রয়েছে-কালচে,ধূসর,লাল,নীল এবং কালো।



যদিও বাজাজ ডিসকভার ১২৫cc একটি আপডেটেড ১২৪.৫cc , এই গাড়িটি এয়ার-কুলড ১ সিলিন্ডারDTS-I ইঞ্জিন রয়েছে যা 7500rpm এ 11PS শক্তি 5500 rpm এ 11Nmটর্ক উৎপন্ন করতে সক্ষম।এছাড়া বাইকটিতে ৫স্পীড ট্রান্সমিশন ও রয়েছে।বাজাজ ডিসকভার ১২৫ccমডেলটি করে সামনের বিকল্প ডিস ব্রেকের সাথে। 




 এই জন্য ডিসকভারের প্রাইজ এখন বাংলাদেশে বেড়ে গেছে।কারণ ডিসকভার বাইক দীর্ঘদিন ব্যবহারের জন্য খুবই উপযোগী। আর ডিসকভার বাইকের চাহিদা বেশি থাকায় এই বাইকের দাম এখন বেড়ে গেছে। 



অন্য পোস্টঃওয়াশিং মেশিনের দাম কত 



শেষ কথা,আশা করি আজকের পোস্টে যারা পড়েছেন তারা ডিসকভার ১২৫ দাম ২০২২,দাম ২০২৩ এবং বাংলাদেশের প্রাইস সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন।এরপরেও যদি কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 

ধন্যবাদ। 

 


Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post