amilin 10 mg এর কাজ কি | এমিলিন ১০ খাওয়ার নিয়ম

এমিলিন ১০ বিষণ্নতার চিকিৎসায় ব্যবহার করা হয়। ইহা দীর্ঘস্থায়ী স্নায়ু-সম্পর্কিত (নিউরোপ্যাথিক) ব্যাথা, মাইগ্রেন, টেনশন-টাইপ মাথাব্যথা ও বয়স্ক শিশুদের (৬ বছর বা তার বেশি) দ্বারা বিভিন্ন মাত্রায় রাতে শয্যা ভেজা (নিশাচর এনুরেসিস) চিকিৎসা ও প্রতিরোধ করতে ব্যবহার করা হয়।
amilin 10 mg
amilin 10 mg

এমিলিন ১০ একটি ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসেন্ট হিসাবে পরিচিত। আপনি কতদিন এ ওষুধটি ব্যবহার করবেন তা নির্ভর করবে আপনি এটি কিসের জন্য সেবন করবেন তার উপর।

এমিলিন ১০ এর কাজ কি?

এমিলিন ১০ ট্যাবলেট হল অপসোনিন ফার্মা লিমিটেড কোম্পানির একটি ওষুধ। আর এই ওষুধের গ্রুপের নাম হল এ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড। 

Amilin 10 ট্যাবলেট বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে। নিম্নে কোন রোগের বিরুদ্ধে কাজ করে তা উল্লেখ করা হলঃ
  • দীর্ঘমেয়াদী ব্যাথা থাকলে
  • বিষণ্ণতা (বিশেষ করে যেক্ষেত্রে ঘুমের প্রয়োজন রয়েছে) 
  • বাচ্চারা রাত্রিতে বিছানায় মূত্রত্যাগ
  • দুঃশ্চিন্তাজনিত মাথাব্যথা থাকলে
  • মাইগ্রেন প্রতিরোধে

এমিলিন ১০ কি ঘুমের ঔষধ?

Amilin 10 ট্যাবলেট হল ঘুমের ঔষধ।

এমিলিন ১০ ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?

Amilin 10 ট্যাবলেট সেবন করলে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়ঃ
  • শুষ্ক গলা
  • ঝাঁপসা দৃষ্টি
  • হৃৎপিন্ডের দ্রুত কার্য
  • বুক ধড়ফড় করা
  • অত্যধিক জ্বর
  • নিম্ন রক্তচাপ
  • মুর্ছা
  • অতিরিক্ত স্বেদ
  • ভ্রান্ত বিশ্বাস
  • চুলকানি
  • অস্থিমজ্জা কমে যাওয়া
  • বমি বমি ভাব
  • বমি
  • ক্ষুধা
  • কোষ্ঠকাঠিন্য
  • স্বাদ পরিবর্তন
  • ওজন হ্রাস পাওয়া
  • ডায়রিয়া
  • ইউরিনারি রিটেনশন
  • মুত্রনালীর প্রসারণ
  • মায়োকার্ডিয়াল ইনফার্কশন
  • দ্বিধান্বিত অবস্থা
  • মনোনিবেশের অভাব
  • দিকস্থিতি বিভ্রম
  • পুরুষের স্তন বৃদ্ধি
  • স্তনবৃদ্ধি
  • পোস্টুরাল হাইপোটেনশন
  • উচ্চ রক্তচাপ

বিশেষ সতর্কীকরণ

যাদের মাইওকার্ডিয়াল ইনফার্কশন ও যেকোন মাত্রার হার্ট ব্লক, ম্যানিয়া এবং যকৃতের রোগ রয়েছে তাদের জন্য এই ট্যাবলেট অনুপযোগী। এছাড়া এই ট্যাবলেট খেয়ে কখনো যানবাহন চালানো যাবে না।

এমিলিন ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম?

Amilin 10 ট্যাবলেট খেলে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ধরনের ডোজ নির্দেশিত হয়ে থাকে। 

ইহা যেহেতু ঘুমের ওষুধ তাই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যাবে না এবং কোন শিশুকে সেবন করানো যাবে না। ৭ বছরের বেশি বয়সের শিশুদের এই ট্যাবলেট খাওয়ানো যায়।

এমিলিন ১০ ট্যাবলেট খেলে কি মোটা হয়?

এমিলিন ১০ ট্যাবলেট খেলে মোটা হয় না।

এমিলিন ১০ ট্যাবলেট কতদিন খেতে হবে? 

এমিলিন ১০ ট্যাবলেট রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে।

এমিলিন ১০ ট্যাবলেট খেলে কি ওজন কমে?

Amilin 10 ট্যাবলেট খেলে ওজন কমে যেতে পারে।

এমিলিন ১০ ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?

এমিলিন ১০ ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে। তবে অবশ্যই শিশুর বয়স সাত বছরের বেশি হতে হবে। আর শিশু যদি রাত্রে বিছানায় প্রস্রাব করে তাহলে এই ট্যাবলেট খাওয়াতে পারেন।

এমিলিন ১০ ট্যাবলেট খেলে কি ঘুম হয়?

হ্যাঁ, এমিলিন ১০ ট্যাবলেট খেলে ঘুম হয়।

Amilin 10 ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?

এমিলিন ১০ ট্যাবলেট প্রতিদিন চিকিৎসকের নির্দেশিত মাত্রায় খেতে হবে।

এমিলিন ১০ ট্যাবলেট খাওয়ার আগে না পরে?

এমিলিন ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়।

এমিলিন ১০ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

এমিলিন ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়ানো যাবে না।

স্তনদানকালীন মায়েদের এমিলিন ১০ ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

স্তনদানকালীন মায়েদের এমিলিন ১০ ট্যাবলেট খাওয়া যাবে না।

এমিলিন ১০ ট্যাবলেট এর সাথে গ্যাস্টিকের ঔষধ খেতে হবে কিনা?

এমিলিন ১০ ট্যাবলেট এর সাথে কোন গ্যাস্টিকের ঔষধ খেতে হবে না।

এমিলিন ১০ ট্যাবলেট কিসের ঔষধ?

এমিলিন ১০ ট্যাবলেট ঘুমের ঔষধ। এছাড়া আরো বিভিন্ন রকম রোগের বিরুদ্ধে কাজ করে থাকে।

এমিলিন ১০ ট্যাবলেট এর দাম কত?

এমিলিন ১০ ১টি ট্যাবলেট এর দাম ০.৮৫ টাকা মাত্র।

Naprosyn 500 mg সম্পর্কে?

  • Dosage Form: ট্যাবলেট
  • Generic: Amitriptyline Hydrochloride
  • Strength: 10 mg
  • Unit price: ৳ 0.85
  • Box price: ৳ 95.20
  • Pharma: Opsonin Pharma Ltd

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post