viset 50 mg কিসের ঔষধ | viset 50 mg এর কাজ কি

ভিসেট ২০ মি.গ্রা. একটি মাংসপেশীর খিঁচুনীরোধী ঔষধ। যা পরিপাকনালী, পিত্ততন্ত্র, মূত্রাশয় এবং জরায়ুর পেশীর সংকোচন কমায়। ইহা পরিপাকনালী এবং পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যাথার চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও ইহা মূত্রনালী এবং স্ত্রী জৈননাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন এবং ব্যাথার চিকিৎসায় নির্দেশিত।

viset 50 mg এর কাজ?

ভিসেট ৫০ মি.গ্রা. ট্যাবলেট হল হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এই ওষুধের গ্রুপ নাম হচ্ছে টাইমোনিয়াম মিথাইলসালফেট। 
viset 50 mg
viset 50 mg

ভিসেট ৫০ ট্যাবলেট বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। নিচে উল্লেখ করা হলো কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে থাকেঃ
  • মাথা ব্যথা
  • কানের ব্যথা
  • পিরিয়ডজনিত ব্যথা
  • কোমরের ব্যথা
  • অস্টিওআর্থারাইটিস
  • পরিপাকতন্ত্রের সমস্যা
  • মুত্রথলির ইনফেকশন
  • মূত্রনালীর ইনফেকশন
  • গর্ভকালীন সময়ে অতিরিক্ত পেট ব্যাথা
  • ডায়রিয়ার ব্যথা
  • আমাশয়ের ব্যথা
  • পেটে ব্যথা

ভিসেট ৫০ মি.গ্রা. ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?

Viset 50 mg ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ মতো নির্দিষ্ট মাত্রায় সেবন করলে তেমন কোন ধরনের ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে নিম্নোক্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারেঃ
  • ফ্লাশিং হতে পারে
  • গিলতে অসুবিধা সহ শুষ্ক মুখ ও তৃষ্ণা
  • বাসস্থান ও আলোর প্রতি সংবেদনশীলতা হ্রাস
  • ইন্ট্রাওকুলার চাপ বৃদ্ধি 
  • ব্র্যাডিকার্ডিয়া হতে পারে
  • অ্যারিথিমিয়াস হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে
  • টাকাইকার্ডিয়া হতে পারে
  • ধড়ফড়ানি হতে পারে
  • শুষ্ক ত্বক হতে পারে

Viset 50 mg ট্যাবলেট খাওয়ার নিয়ম?

ভিসেট ৫০ মি.গ্রা. ট্যাবলেট প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিবার ১ থেকে দুইটি করে ট্যাবলেট প্রতিদিন ২ থেকে তিনবার সেবন করবেন। আপনি সকালে, বিকালে ও রাতে একটি করে ট্যাবলেট সেবন করতে পারেন। 

তবে রোগের তীব্রতা যদি বেশি হয় তাহলে আপনি সকালে, বিকালে ও রাতে দুইটি করে ট্যাবলেট সেবন করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। তবে পূর্বের কোন রোগ থাকলে অবশ্যই চিকিৎসককে জানাবেন।

ভিসেট ট্যাবলেট কিসের ঔষধ?

ভিসেট ৫০ মি.গ্রা. ট্যাবলেট পেটের সমস্যার ঔষধ।

Viset 50 mg ট্যাবলেট খেলে কি মোটা হয়?

Viset 50 mg ট্যাবলেট খেলে মোটা হয় না।

ভিসেট ৫০ মি.গ্রা. ট্যাবলেট কতদিন খেতে হবে? 

Viset 50 mg ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ মত খেতে হবে।

ভিসেট ৫০ মি.গ্রা. (Viset 50 mg) ট্যাবলেট এর সাথে গ্যাস্টিকের ঔষধ খেতে হবে কিনা?

Viset 50 mg (ভিসেট ৫০ মি.গ্রা.) ট্যাবলেট এর সাথে গ্যাস্টিকের ঔষধ খেতে হবে না।

ভিসেট ৫০ ট্যাবলেট এর দাম কত?

Viset 50 mg ১টি ট্যাবলেট এর দাম ৮ টাকা মাত্র।

Viset 50 mg ট্যাবলেট খেলে কি ওজন কমে?

Viset 50 mg ট্যাবলেট খেলে ওজন কমে না।

Viset 50 mg ট্যাবলেট খেলে কি ঘুম হয়?

Viset 50 mg ট্যাবলেট খেলে ঘুম হয় না।

ভিসেট ৫০ মি.গ্রা. ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?

ভিসেট ট্যাবলেট প্রতিদিন ৩-৬টি খেতে হবে।

Viset 50 mg ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

Viset 50 mg ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়ানো যাবে না।

ভিসেট ৫০ মি.গ্রা. ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?

Viset 50 mg ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে না। 

Viset 50 mg ট্যাবলেট খাওয়ার আগে না পরে?

Viset 50 mg ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়।

স্তনদানকালীন মায়েদের Viset 50 mg ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

স্তনদানকালীন মায়েদের Viset 50 mg ট্যাবলেট খাওয়া যাবে না।

Viset 50 mg সম্পর্কে?

  • Dosage Form: ট্যাবলেট
  • Generic : টাইমোনিয়াম মিথাইলসালফেট
  • Strength: 50 mg
  • Unit price: ৳ 7.00
  • Box price: ৳ 350.00
  • Pharma: Healthcare Pharmaceuticals Ltd

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post