angenta এর কাজ কি | এনজেনটা খাওয়ার নিয়ম | angenta 0.5 এর কাজ কি

এনজেনটা ট্যাবলেটে ২টি উপাদান ব্যবহার করা হয়েছে। প্রথম উপাদানটি হল ফ্লুপেনটিক্সল ০.৫ মিলিগ্রাম ও দ্বিতীয় উপাদানটি হল মেলিট্রাসিন ০.১০ মিলিগ্রাম।

এনজেনটা কিসের কাজ করে?

এনজেনটা ট্যাবলেট হল হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এই ওষুধের জেনেরিক বা গ্রুপ নাম হল ফ্লুপেনটিক্সল + মেলিট্রাসিন। বর্তমানে হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানি এই ওষুধটি শুধুমাত্র ট্যাবলেট আকারে বাজারে বাজারজাতকরণ করেছে।
angenta
angenta

এই ট্যাবলেট বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে। নিচে এই ট্যাবলেট কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে তার তালিকা দেওয়া হলঃ
  • সাইকোজেনিক ডিপ্রেশন দূর করতে
  • ডিপ্রেসিভ নিউরোসিস দূর করতে
  • যেকোন ধরনের দুশ্চিন্তা দূর করতে
  • অবসন্নতা দূর করতে
  • হতাশা বা উদাসীনতা দূর করতে
  • মাস্কড ডিপ্রেশন নিরাময় করতে
  • মাথা ধরা সমস্যা থাকলে
  • বিষন্নতা সমস্যা থাকলে
  • মাদক সেবনকারীদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়া দূর করতে
  • কোন ধরনের ডিপ্রেশন বা হতাশা দূর করতে
  • মাথা ঘোরা সমস্যা থাকলে
  • হার্ট বিট বৃদ্ধি পেলে
  • দ্রুত শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকলে
  • অনীহার সমস্যা থাকলে
  • অস্বস্তির সমস্যা থাকলে 
  • নার্ভাসনেস সমস্যা থাকলে

এনজেনটা ট্যাবলেট খাওয়ার নিয়ম?

প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রতিদিন সকাল ও দুপুরে এনজেনটা ট্যাবলেট দুইটি করে সেবন করতে হবে।  তবে বৃদ্ধদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। সকলের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার পর সেবন করতে হবে। 

আপনার যদি দীর্ঘমেয়াদি সেবন বিধি হয়, তবে প্রতিদিন ১টি করে এই ট্যাবলেট সেবন করতে হবে। প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

এনজেনটা ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?

এনজেনটা ট্যাবলেট সেবন করলে তেমন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত করা যায় না। তবে কখনো কখনো কারও অনিদ্রা বা অস্থিরতা দেখা দিতে পারে।

Angenta কিসের ঔষুধ?

এনজেনটা ট্যাবলেট হল দুশ্চিন্তা বা হতাশা দূর করার ঔষুধ। এছাড়াও আরও বেশ কয়েকটি রোগের কাজ করে।

Angenta ট্যাবলেট খেলে কি ঘুম হয়?

এনজেনটা ট্যাবলেট খেলে ঘুম হবে না। এই ট্যাবলেট খেলে ঘুম কিংবা ঘুম ঘুম ভাব এ ধরনের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

Angenta ট্যাবলেট খাওয়ার আগে না পরে?

এনজেনটা ট্যাবলেট সাধারণত খাওয়ার পরে খেতে হয়।

স্তনদানকালীন মায়েদের এনজেনটা ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

স্তনদানকালীন মায়েদের এনজেনটা ট্যাবলেট খাওয়া যাবে না।

এনজেনটা ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

এনজেনটা ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে না।

Angenta ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?

এনজেনটা ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে না।

এনজেনটা ট্যাবলেট এর দাম কত?

প্রতি পিস এনজেনটা ট্যাবলেট এর দাম হল ৫ টাকা।

এনজেনটা ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন ২টি করে এনজেনটা ট্যাবলেট সেবন করবেন। কিন্তু বৃদ্ধ ব্যক্তিরা প্রতিদিন একটি করে এই ট্যাবলেট সেবন করবেন।

এনজেনটা ট্যাবলেট এর উপকারিতা?

  • অস্বস্তি সমস্যা থাকলে। 
  • মাদক সেবনকারীদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়া দূর করতে
  • হতাশা বা উদাসীনতা দূর করতে।
  • মাথা ঘোরা সমস্যা থাকলে।
  • ডিপ্রেসিভ নিউরোসিস দূর করতে।
  • সাইকোজেনিক ডিপ্রেশন দূর করতে।
  • মাথা ধরা সমস্যা থাকলে।
  • যেকোন ধরনের দুশ্চিন্তা দূর করতে।
  • অনীহা সমস্যা থাকলে।
  • বিষন্নতা সমস্যা থাকলে।
  • মানসিক সমস্যা থাকলে।
  • অবসন্নতা দূর করতে।
  • কোন ধরনের ডিপ্রেশন কিংবা হতাশা দূর করতে।
  • মাস্কড ডিপ্রেশন নিরাময় করতে।
  • নার্ভাসনেস সমস্যা থাকলে।
  • দ্রুত শ্বাস প্রশ্বাসের সমস্যা।
  • হার্ট বিট বৃদ্ধি পেলে।

এনজেনটা ট্যাবলেট সম্পর্কে?

  • Dosage Form: Tablet
  • Generic: ফ্লুপেনটিক্সল + মেলিট্রাসিন (০.৫ মি.গ্রা.+.১০ মি.গ্রা)
  • Strength: 10 mg
  • Unit price: ৳ 5.00
  • Box price: ৳ 500.00
  • Pharma: হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post