tufnil 200 mg এর কাজ কি | টাফনিল এর পার্শ্বপ্রতিক্রিয়া

টাফনিল হল মাথা ব্যথার একটি সুপরিচিত ঔষধের নাম। তবে এ ট্যাবলেটটি সব ধরনের মাথা ব্যাথার জন্য নির্দেশনা করা হয় না।
tufnil 200 mg
tufnil 200 mg

টাফনিল এস কে এফ ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি মেডিসিন। এর গ্রুপ বা জেনেরিক নাম হল টলফেনামিক অ্যাসিড।

tufnil 200 এর কাজ কি?

Tufnil 200 ট্যাবলেটটি বিভিন্ন রকম রোগ অথবা সমস্যার জন্য কাজ করে থাকে। যা নিচে তালিকা করে উল্লেখ করে দেওয়া হলঃ
  • মাইগ্রেন জনিত মাথা ব্যাথার জন্য কাজ করে থাকে
  • অপারেশন করে কাটা ছেঁড়া করার ফলে ব্যাথা
  • যেকোন সাধারণ ব্যাথায় নির্দেশিত
  • মাইগ্রেন জনিত মাথা ব্যাথা সাধারণত মাথার এক পাশে হয়ে থাকে।
  • অপারেশন পরবর্তী ব্যাথার জন্য নির্দেশনা করা হয়
  • জ্বর জনিত ব্যথার জন্য নির্দেশিত

টাফনিল এর উপকারিতা?

  • জ্বর জনিত ব্যাথা
  • মাইগ্রেন জনিত মাথা ব্যথা
  • অপারেশন পরবর্তী ব্যথা

টাফনিল কিসের ওষুধ | tufnil কিসের ঔষধ

টাফনিল ২০০ মি.গ্রা. ট্যাবলেট মূলত মাইগ্রেন জনিত মাথা ব্যাথার কার্যকরী এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ। এছাড়া আরও অন্যান্য রোগ বা সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যায়। যা আমরা উপরে বিস্তারিত আলোচনা করেছি।

টাফনিল ট্যাবলেট খাওয়ার নিয়ম?

রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে প্রতিদিন ১টি অথবা ২টি করে টাফনিল ট্যাবলেট সেবন করা যায়। টাফনিল যেহেতু ব্যাথানাশক ট্যাবলেট সেহেতু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উত্তম হবে। নতুবা পরবর্তীতে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। 

টাপনিল ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম জানতে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। উল্লেখ্য টাফনিল ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। ভুলক্রমেও শিশু অথবা অপ্রাপ্তবয়স্কদের এই ট্যাবলেট খাওয়া যাবে না। 

এছাড়াও যাদের পাকস্থলীতে ক্ষত অথবা আলসার আছে ও হার্ট অথবা কিডনিতে সমস্যা আছে তাদের এই ওষুধটি সেবন করা যাবে না।

tufnil এর পার্শ্বপ্রতিক্রিয়া?

টাফনিল ট্যাবলেট খেলে যেসকল পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা যায় সেগুলো হলঃ
  • ক্ষুধামন্দা দেখা দিতে পারে
  • শ্বাসপ্রণালীর সমস্যা
  • শিহরণ সমস্যা
  • ডায়রিয়া হতে পারে
  • বমি বমি ভাব হতে পারে
  • পেটে ব্যাথা হতে পারে
  • ক্লান্তি অনুভব হতে পারে
  • কাঁপুনি হতে পারে
  • মাথা ব্যাথা হতে পারে
যেকোন পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র হলে অতি শীঘ্রই একজন চিকিৎসকের কাছে যাবেন।

টাফনিল কি এন্টিবায়োটিক?

টাফনিল ট্যাবলেট এন্টিবায়োটিক নয়।

টাফনিল ট্যাবলেট এর দাম কত?

প্রতি পিস টাফনিল ২০০ মি.গ্রা. ট্যাবলেট এর দাম হল ১০ টাকা মাত্র।

স্তনদানকালীন মহিলা অথবা নারীদের টাফনিল ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

স্তনদানকালীন মহিলাদের টাফনিল ট্যাবলেট খাওয়া উচিত নয়। তবে একজন চিকিৎসকের পরামর্শ মোতাবেক খেতে পারেন।

টাফনিল কোন রোগের ঔষধ?

টাফনিল হল মাইগ্রেন জনিত মাথা ব্যাথার ঔষুধ। এছাড়া আরও কিছু সমস্যার জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে।

টাফনিল খেলে কি ঘুম হয়?

না, টাফনিল খেলে ঘুম হয় না।

গর্ভাবস্থায় টাফনিল ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

গর্ভাবস্থায় মহিলাদের টাফনিল ট্যাবলেট না খাওয়ায় উত্তম হবে। খেলে গর্ভের ভ্রূণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

tufnil 200 mg সম্পর্কে?

  • Dosage Form: Tablet
  • Generic: Tolfenamic Acid
  • Strength: 200 mg
  • Unit price: ৳ 10.00
  • Box price: ৳ 100.00
  • Pharma: Eskayef Pharmaceuticals Ltd

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post