ফ্ল্যামেক্স ৪০০ | flamex 400 এর কাজ কি

ফ্ল্যামেক্স ৪০০ হল একটি ব্যাথা উপশমকারী ওষুধ৷ ইহা মাথা ব্যাথা, জ্বর, পিরিয়ডের ব্যাথা, দাঁত ব্যাথা, সর্দি এবং হালকা আর্থ্রাইটিসের মতো চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।

flamex 400 এর কাজ কি?

ফ্ল্যামেক্স ট্যাবলেট হল এ সি আই লিমিটেড কোম্পানির একটি ঔষুধ। ইহা বাজারে ২০০ এবং ৪০০ মি.গ্রা. ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই ট্যাবলেট এর গ্রুপ নাম বা জেনেরিক নাম হচ্ছে আয়বুপ্রোফেন।
flamex 400
flamex 400

ফ্ল্যামেক্স ট্যাবলেট বিভিন্ন ধরনের উপসর্গের কারণে নির্দেশিত হয়। ফ্লামেক্স ৪০০ এর কাজগুলো হলঃ
  • শরীর ব্যাথা করলে
  • মাথা ব্যাথা করলে
  • জ্বর থাকলে
  • বাতের ব্যাথা থাকলে
  • বেদনানাশক
  • দাঁতের ব্যাথা থাকলে
  • কোমরের ব্যাথা থাকলে
  • পেশিতে ব্যাথা করলে
  • ঠান্ডা
  • পিঠে ব্যাথা করলে
  • মাসিকের ব্যথা হলে
  • জয়েন্টে ব্যথা হলে

ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট খাওয়ার নিয়ম?

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট প্রতিদিন সকালে ও রাতে ১টি করে ট্যাবলেট সেবন করবে। অবশ্যই সেটা খাওয়ার পরে সেবন করতে হবে। ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট চিকিৎসকরা ৭ থেকে ১৪ দিন সেবনের পরামর্শ দিয়ে থাকেন। 

অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য বাজারে সিরাপ পাওয়া যায়, সেটি সংগ্রহ করে খাওয়াতে পারেন। তবে Flamex 400 ট্যাবলেটটি যাদের বয়স বারো বছরের বেশি তারা চাইলে সেবন করতে পারবে। Flamex 400 সেবন করার পূর্বে অবশ্যই ১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে।

Flamex 400 ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?

ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট এর কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। তবে কারও কারও ক্ষেত্রে নিম্ন উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা দিতে পারেঃ
  • কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে
  • লিভারের সমস্যা হতে পারে
  • উচ্চ রক্তচাপ হতে পারে
  • পেটে ব্যাথা হতে পারে
  • গ্যাস বা গ্যাস্ট্রিকের সমস্যা
  • বমি বমি ভাব বা বমি হতে পারে
  • চামড়ায় ফুসকুড়ি দেখা দিতে পারে
  • কারো কারো বুক জ্বালা করতে পারে
  • কারো কারো মাথা ঘুরতে পারে
  • পাকস্থলীর গোলযোগ দেখা দিতে পারে

ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট প্রতিদিন কয়টি ট্যাবলেট সেবন করতে হবে?

ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট প্রতিদিন মোট দুইটি ট্যাবলেট সেবন করতে হবে।

Flamex 400 ট্যাবলেট কিসের ঔষুধ?

ফ্ল্যামেক্স ৪০০ পেইন কিলার অথবা ব্যাথার ঔষুধ।

ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট খাওয়ার আগে না পরে?

Flamex 400 ট্যাবলেট প্রতিদিন সকালে এবং রাতে খাওয়ার পরে সেবন করতে হবে।

স্তনদানকালীন মায়েদের ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

স্তনদানকালীন মায়েদের Flamex 400 ট্যাবলেট খাওয়া যাবে না।

Flamex 400 ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?

ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে না। তবে ১২ বছরের অধিক বয়সী শিশুদের খাওয়ানো যাবে। আর ৫ বছরের বয়সী শিশুদের সিরাপ খাওয়ানো যাবে।

ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট এর দাম কত?

প্রতি পিস ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট এর দাম হল ১.৪৩ টাকা। 

ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট খেলে কি ঘুম হয়?

Flamex 400 ট্যাবলেট খেলে ঘুম হয় না।

ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

Flamex 400 ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে না। এতে আপনার গর্ভের সন্তানের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।

flamex 400 সম্পর্কে?

  • Dosage Form: Tablet
  • Generic: Ibuprofen
  • Strength: 400 mg
  • Unit price: ৳ 1.43.00
  • Box price: ৳ 14.30.00
  • Pharma: ACI Limited

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post