মোবাইলে ভাইরাস দূর করার উপায়/Mobile virus cleaner 2022

মোবাইলে ভাইরাস দূর করার উপায়


যারা মোবাইল ফোন বা স্মার্টফোন ব্যবহার করে থাকেন তারা মোবাইলের ভাইরাস কথাটি হয়তো আগে শুনেছেন।এই ক্ষেত্রে আপনার ব্যবহার করা ফোনটি খুবই ধীর গতির হয়ে যায়।আর আমাদের এই ফোনটি যখন অনেক ধীর গতির হয়ে যায় তখন আমরা অনেক বিরক্ত হয়ে যায়। আমাদের স্মার্টফোনটিও কোন কোন ক্ষেত্রে ভাইরাসের আক্রমণের ফলে ও অনেকটা ধীরগতির হয়ে যায়। 


তাই আপনার ফোনে যদি কোন সময় দেখেন যে ফোনটি হঠাৎ করেই ধীরগতির হয়ে গিয়েছে তাহলে আপনার ফোনটিতে ভাইরাস থাকতে পারে অথবা অন্য কোনো কারণে সেটি হতে পারে।আজকের এই পোস্টে আমি আপনাদের কে মোবাইলে ভাইরাস দূর করার উপায় সম্পর্কে বলবো।তাহলে চলুন দেরী না করে জেনে নেওয়া যাক মূল বিষয় সম্পর্কেঃ-


মোবাইল ভাইরাস কি?


আমরা মোবাইল ফোন যখন কিনে থাকি তখন সেটি সুষ্ঠুভাবে চালানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এর প্রয়োজন হয়ে থাকে।আর এই জন্য আমরা বিভিন্ন স্থান থেকে মোবাইল এর জন্য দরকারী অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে থাকি। কিছু কিছু খারাপ অ্যাপ্লিকেশনের মধ্যে এসব ভাইরাস থাকে যেটা আমরা ইন্সটল করার মাধ্যমে সরাসরি আমাদের মোবাইলে সেটা চলে আসে। আর এটাকে সাধারনত মোবাইল ভাইরাস বলা হয়ে থাকে। এটা ধীরে ধীরে আপনার স্মার্টফোনটিকে ধীর গতির করে ফেলতে পারে।



অন্য পোস্টঃঅরিজিনাল ডিসপ্লে চেনার উপায় 

মোবাইলে ভাইরাস থাকলে কি কি সমস্যা হতে পারে 


আপনার ব্যবহার করা মোবাইল ফোনটিতে যদি ভাইরাস থেকে থাকে তাহলে ফোনটার মারাত্মক ক্ষতিসাধন হতে পারে।যেমনঃ-


➡️মোবাইল ধীর গতির কাজ করে থাকে।


➡️মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হয়ে যেতে পারে।


➡️আপনার মোবাইলটি বিনা কারণে নষ্ট হয়ে যেতে পারে।


➡️মোবাইল অকারণে অতিরিক্ত গরম হতে পারে।


➡️যেকোনো পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে।


আমাদের ব্যবহার করা স্মার্টফোনটিকে যদি ভাইরাস থেকে থাকে তাহলে আমাদের এই সকল সমস্যাগুলো হতে পারে।


মোবাইলে ভাইরাসের আক্রমণ হয়েছে কিনা কিভাবে বুঝবেন 


মোবাইলে ভাইরাস দূর করার উপায় গুলো জানার আগে আপনাকে আগে বুঝতে হবে আপনার মোবাইলটিতে ভাইরাসের আক্রমণ হয়েছে কিনা। যখন মোবাইলটিতে ভাইরাসের আক্রমণ হবে তখন আপনার মোবাইলটিতে বেশ কিছু লক্ষণ দেখা যাবে । যেমন:-


১.আপনার মোবাইল ফোনটিতে হঠাৎ করেই সবকিছু ধীর গতির কাজ করা শুরু করবে।


২.আপনি মোবাইল ফোনটি কম ব্যবহার করলেই ফোনটি অনেক গরম হয়ে যাবে।


৩.ফোনটিতে অতিরিক্ত চার্জ দিতে হবে বা চার্জ খরচ হবে।


৪.হঠাৎ করেই বিভিন্ন ধরনের ফাইল ডিলিট হয়ে যাবে।


৫.মোবাইল ডাটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে।


৬.কোন সতর্কতা ছাড়াই আপনার মোবাইলের হোম স্ক্রিনে বিভিন্ন ধরনের এড দেখাবে।



সাধারণত এই লক্ষণগুলি যদি আপনার স্মার্টফোনে দেখা দিয়ে থাকে তাহলে বুঝবেন আপনার মোবাইলটিতে ভাইরাসের আক্রমণ ঘটেছে। 



অন্য পোস্টঃঅরিজিনাল হেডফোন চেনার উপায় 

মোবাইল ভাইরাস কাটার সফটওয়্যার/ভাইরাস ডিলিট করার সফটওয়্যার 


আপনার মোবাইলটিতে যখন ভাইরাসের আক্রমণ ঘটবে তখন আপনার মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। তখন আপনি যদি দ্রুতই এটির বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে আপনার স্মার্টফোনটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনাকে এক্ষেত্রে মোবাইলের জন্য মোবাইল ভাইরাস ক্লিনার ব্যবহার করতে হবে।অর্থাৎ অনেকে এগুলোকে অ্যান্টিভাইরাস হিসেবে চিনে থাকেন। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এন্টিভাইরাস কোনটা ভালো সেই বিষয়েঃ-


এন্ড্রয়েড মোবাইলের জন্য সেরা পাঁচটি অ্যান্টিভাইরাস


আপনার মোবাইলে যদি কোন সময় ভাইরাসের আক্রমণ হয়ে থাকে তাহলে আপনারা চাইলে বর্তমান সময়ে সেরা কয়েকটি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই ভাইরাস ডিলিট করা যায়। যেমন:-


➡️Norton Mobile security


➡️Avast Mobile Security


➡️Kaspersky mobile Antiviras


➡️Lookout security and antiviras


যদি মোবাইল ফোনে ভাইরাসের সংক্রমণ ঘটে থাকে তাহলে আপনারা চাইলে সরাসরি এই অ্যাপ গুলো ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে ব্যবহার করার মাধ্যমে ভাইরাস দূর করতে পারবেন।



অন্য পোস্টঃবিটকয়েন কি এবং কিভাবে কাজ করে 

মেমোরি কার্ডের ভাইরাস দূর করার উপায়


যাদের মেমোরি কার্ডে ভাইরাসের আক্রমণ ঘটে থাকে তারা চাইলে দুইভাবে ভাইরাস কাটাতে পারেন। (১)মেমরিটি কম্পিউটারে দিয়ে এন্টিভাইরাস সফটওয়্যার দিয়ে ভাইরাস মেরে (২)নিজের ফোনের এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড করে ভাইরাস মেরে। যদি কোন সময় মেমোরি কার্ডে ভাইরাস ঢুকে থাকে তাহলে আপনারা চাইলে এই দুটি উপায়ে খুব সহজেই মেমোরি কার্ডের ভাইরাস দূর করতে পারবেন। তা না হলে আপনার মেমোরী কার্ডটি পরবর্তীতে নষ্ট হয়ে যেতে পারে। 

আমাদের শেষ কথা 


যদি মোবাইলে কোন সময় ভাইরাসের আক্রমণ ঘটে তাহলে আপনারা খুবই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন তাছাড়া বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আমি আপনাদের কে আজকে এই পোষ্টের মাধ্যমে মোবাইলে ভাইরাস দূর করার উপায় সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যারা পোস্টটি বিস্তারিত পড়েছেন তারা সঠিক ধারণাও পেয়েছেন।আর যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন। 


Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post