রোমানিয়া মুদ্রার নাম কি

রোমানিয়া অর্থনৈতিক দিক থেকে খুবই শক্তিশালী একটি দেশ। রোমানিয়াতে টাকার মান বেশি হওয়ার কারনে সারা বিশ্ব থেকে অনেকেই রোমানিয়াতে কাজের উদ্দেশ্যে যায়। 
রোমানিয়ার মুদ্রা
রোমানিয়ার মুদ্রা

তবে অনেকেই আছেন যারা রোমানিয়া মুদ্রার নাম কি ও রোমানিয়া টাকার মান কেবল এই বিষয়ে জানেন না। তাই নিম্নে রোমানিয়া মুদ্রা ও রোমানিয়ার টাকার মান নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। 

রোমানিয়া মুদ্রার নাম কি। রোমানিয়া টাকার নাম কি

রোমানিয়ার মুদ্রার নাম হল রোমানিয়ান লিও। রোমানিয়ার আন্তর্জাতিক মুদ্রাকে এটা বলে অভিহিত করা হয়। অর্থাৎ রোমানিয়াতে যদি কখনো যান তাহলে সেখানে আপনাদেরকে লিও তে লেনদেন করতে হবে। 

রোমানিয়া 1 টাকা বাংলাদেশের কত টাকা। রোমানিয়া এক টাকা বাংলাদেশের কত 

রোমানিয়া যাওয়ার জন্য যারা ভিসা করেছেন তারা অনেকেই রোমানিয়া এক টাকা সমান বাংলাদেশের কত টাকা এই বিষয়ে জানতে চান। বর্তমানে রোমানিয়ার এক লিও সমান বাংলাদেশি ২৩.৭৬ টাকার কাছাকাছি। রোমানিয়ার ১০০ লিও সমান বাংলাদেশি ২৩৭৭ টাকার কাছাকাছি। 

পরিশেষে, রোমানিয়া টাকার মান কত বা রোমানিয়া মুদ্রার নাম কি আশা করি ইতিমধ্যে এই বিষয়ে ধারণা পেয়েছেন। 

তারপরেও যদি রোমানিয়া মুদ্রা সম্পর্কিত কোনো বিষয়ে কোন প্রশ্ন থেকে থাকে বা পোস্টটি পড়ে কোন কিছু বুঝতে কোন অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই নির্বিঘ্নে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। 
Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post