ছোট ব্যবসার ৭ টি লাভজনক আইডিয়া(Top bussiness ideas)

ছোট ব্যবসার ৭ আইডিয়া


ছোট ব্যবসার আইডিয়া


আজকে আবার বন্ধুরা আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি আর্টিকেল নিয়ে।আজকে আপনাদের সাথে যে আর্টিকেলটি সম্পর্কে বিস্তারিত বলবো সেটি হচ্ছে কিছু ছোট ব্যবসার আইডিয়া সম্পর্কে। 


আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যবসা করতে চান কিন্তু অনেকেরই অনেক টাকা দিয়ে ব্যবসা করার সাধ্য থাকেনা।


যার ফলে তারা বিভিন্ন ধরনের ছোট ব্যবসা খুঁজে থাকেন। আর যারা সাধারণত ছোট ব্যবসা খুঁজে থাকেন তাদের জন্যই মূলত আজকে আমাদের এই আর্টিকেলটি লেখা।


তাহলে চলুন দেরী না করে জেনে নেওয়া যাক কয়েকটি ছোট ব্যবসার আইডিয়া সম্পর্কেঃ


ছোট ব্যবসার ৭ আইডিয়া(small bussiness ideas)


১.চাপাতির ব্যবসা 


দেখুন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সকালে সানা পেলে ঘুম থেকে উঠতে চান না।


আবার গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ সকাল বেলায় চা খাতে চলে যান চায়ের দোকানগুলোতে।


তাহলে এই ক্ষেত্রে চায়ের চাহিদা কেমন তা আপনার পক্ষে আর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের বর্তমান বাংলাদেশের রয়েছেন চায়ের ব্যাপক চাহিদা।


আপনি এই সুযোগটাকে কাজে লাগিয়ে চাপাতির ব্যবসা শুরু করতে পারেন। আপনাকে এই ক্ষেত্রে ভালো কোন জায়গা থেকে চাপাতি সংগ্রহ করে এনে সেগুলো প্যাকেটজাতকরণ করতে হবে। 


তারপর সেগুলো দোকানে বিক্রি করতে হবে পাইকারি দামে। আপনি এখান থেকে ভালো পরিমাণে লাভ করতে পারবেন যদি আপনার চাপাতির মান খুবই ভালো হয়।


ধরুন আপনি চাপাতি নিয়ে আনলেন ২৮০ টাকা কেজি এবং আপনি বাজারে পাইকারি দামে সেগুলো বিক্রি করলেন ৩২০ টাকা কেজি দরে । 


তাহলে এক্ষেত্রে আপনার প্রতি কেজিতে ৪০ টাকা করে লাভ হচ্ছে।


তাহলে আপনি যদি ১০ কেজি বিক্রি করতে পারেন তাহলে আপনার এই ক্ষেত্রে ৪০০ টাকা লাভ হয়ে যাচ্ছে।ছোট ব্যবসার আইডিয়া মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবসা।



২.ডিমের ব্যবসা 


বর্তমানে ডিমের ব্যবসা টি খুবি লাভজনক একটি ব্যবসা হিসেবে প্রমাণিত হয়েছে। ডিমের ব্যবসা কে ছোট ব্যবসার মধ্যে তুলনা করা হয়ে থাকে। 


আপনি চাইলে খুব সহজেই ডিমের এই ব্যবসাটি শুরু করতে পারবেন এবং এই ব্যবসা শুরু করার জন্য আপনার লাখ লাখ টাকার পুঁজির দরকার হবে না।


বর্তমানে ডিমের ব্যবসা করার মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হয়েছেন এবং তাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি সাধিত হয়েছে।


ধরুন আপনি কোন একটি পাইকারি ডিমের বাজার থেকে ১০ খাচি ডিম প্রতি খাচিতে ১৯০ টাকা টাকা করে কিনে আনলেন।


এবার সেগুলো আপনি গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করলেন খাচি প্রতি ৮ টাকা।তাহলে আপনার এখানে এক হাসিতে লাভ আসছে ৫০ টাকা। 


আপনি এবার এভাবে যদি ১০ খাচি ডিম বিক্রি করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ৫০০ টাকা লাভ করতে পারছেন।


তাহলে আপনি অবশ্যই এতক্ষণে বুঝে গিয়েছেন যে এই ব্যবসাতে আপনি যত বিক্রি করতে পারবেন ততবেশী আপনি লাভ করতে পারবেন।


তাই আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ছোট ব্যবসার আইডিয়া মধ্যে আপনার জন্য এটি হতে পারে দারুন একটি ব্যবসা।


গ্রামের ছোট ব্যবসার আইডিয়া মধ্যে এটি খুবই লাভজনক ব্যবসা।



৩.মোবাইল রিপেয়ারিং এর ব্যবসা 


দেখুন বর্তমানে আমাদের প্রত্যেকেরই প্রায় হাতে হাতে রয়েছে মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়া যেন আমাদের দিন চালানো বর্তমানে অনেক কষ্ট হয়ে যায়। 


মোবাইল ফোনের ব্যবহার যেমন দিনে দিনে বেড়ে চলেছে তেমনি বেড়ে চলেছে মোবাইল ফোনের বিভিন্ন ধরনের সমস্যা। 


আর মোবাইল ফোনে যখন সমস্যার সৃষ্টি হয়ে থাকে তখন আমরা মোবাইল রিপেয়ারিং এর দোকানে যেয়ে থাকে। 


তাই আপনি যদি মোবাইল রিপেয়ারিং এর কাজটি খুব ভালো করে শিখে থাকেন তাহলে আপনি একটি ছোট দোকান দিয়ে মোবাইল রিপেয়ারিং এর কাজটি করতে পারেন। 


আপনি খুব সহজেই এই ব্যবসার মাধ্যমে বেশি টাকা ইনভেস্ট না করে খুবই ভালো পরিমাণে লাভ করতে পারবেন। 


আপনার লাভের পরিমাণ যখন বেশী হতে থাকবে তখন আপনি মনে করলে আপনার দোকানটি বড় করতে পারেন। 


আর এক্ষেত্রে একবার যখন আপনার দোকান টি জনপ্রিয় হয়ে যাবে তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। 


৪.ফুলের পাইকারি ব্যবসা 


আপনি যদি ছোট ব্যবসা খুঁজে থাকেন তাহলে এই ব্যবসাটি হতে পারে আপনার জন্য দারুন একটি ব্যবসা। 


আপনি ফুলের পাইকারি এই ব্যবসাটি করার মাধ্যমে ভালো টাকা উপার্জন করতে পারবেন খুব সহজেই। 


আপনাকে এই ক্ষেত্রে কোন উৎসব বা অনুষ্ঠানের আগের দিন দোকানদারদের কে পাইকারিভাবে ফুল দিতে হবে কম দামে।



আপনার কাছে যদি তারা কম দামে ভালো ফুল পেয়ে থাকে তাহলে অবশ্যই তারা যেকোনো কাজের  অর্ডার পেলে আপনাকে ফুল আনতে বলবে। 


আপনি এই ভাবে বেশ কয়েকটি দোকান ঠিক করতে পারেন এবং তাদেরকে আপনি ফুল এনে দিতে পারেন। 


আপনি যদি এই ব্যবসার মাধ্যমে দোকানদারদের সাথে নিজের একটি পরিচিত করে তুলতে পারেন তাহলে অবশ্যই আপনি এই ব্যবসা করার মাধ্যমে ভাল টাকা উপার্জন করতে পারবেন।


ছোট ব্যবসা আইডিয়ার মধ্যে এটি দারুন একটি ব্যবসা হতে পারে আপনার জন্য।



৫.কসমেটিক্স সামগ্রী ব্যবসা 


আপনি চাইলে কসমেটিক্স সামগ্রী এর এই ব্যবসাটি শুরু করতে পারেন। বর্তমানে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের সব জায়গাতেই এই ব্যবসাটির ব্যাপক চাহিদা রয়েছে।


আপনি এই ব্যবসাটি মূলত চাইলে ফেরি করেও করতে পারেন আবার আপনার যদি পুজি থাকে তাহলে একটি স্থানে দোকান দিয়ে শুরু করতে পারেন।


তবে আপনি যদি দোকান দিয়ে কসমেটিক্স সামগ্রী এই ব্যবসাটি করতে পারেন এবং দোকানটির যদি একটি ভাল স্থান দেখে দিতে পারেন তাহলে অবশ্যই এ ব্যবসা করার মাধ্যমে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। 


তাই আপনি যদি ব্যবসা করবেন বলে ঠিকই করে ফেলেন তাহলে এই ব্যবসাটি একবার করে দেখতে পারেন আশা করি আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন এই ব্যবসার মাধ্যমে। 


৬.মোবাইল রিচার্জের দোকান দিয়ে ব্যবসা 


আপনি যদি ছোট ব্যবসা খুলতে চান তাহলে মোবাইল রিচার্জের দোকান দিয়ে এই ব্যবসাটি আপনি করতে পারেন। 


এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি স্বল্প পুঁজিতে এই ব্যবসাটি শুরু করতে পারবেন এবং ছোট ব্যবসার আইডিয়া মধ্যে এটি খুবই লাভজনক ব্যবসা।


আপনাকে ভালো একটি জায়গায় মোবাইল রিচার্জের দোকান দিতে হবে এবং সব ধরনের রিসার্চ আপনার করতে হবে।


আপনি এই ক্ষেত্রে যত বেশি টাকা রিচার্জ করতে পারবেন আপনারা এর পরিমাণটা ততবেশি বাড়তে থাকবে।



তাই আপনি চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন এবং খুব অল্প দিনের মধ্যেই নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন।


৭.কফি শপের দোকান দিয়ে ব্যবসা 


বর্তমানে আমরা মানুষ হিসেবে অনেকটাই সৌখিন হয়ে গিয়েছি।এখন আর আমাদের বড় বড় রেস্টুরেন্টে বেশি বেশি যেতে ভালো লাগেনা। 


আমরা সকলেই নিরিবিলি একটি স্থান খুঁজে থাকি সময় কাটানোর জন্য। আর আপনি এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিরিবিলি কোন একটি প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে কফিশপের একটি দোকান দিতে পারেন। 


শহরের ব্যস্ত জীবন এবং কোলাহল থেকে সরে আসতে প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গায় আসবে এবং আপনার দোকানে এসে তারা কফি খাবে। 


আপনি যদি তাদের মন জয় করতে পারেন এই কফি খাওয়ানোর মাধ্যমে তাহলে তারা বারবার আপনার দোকানে আসবে এবং কফি খাবে। 


আস্তে আস্তে আপনার দোকানটি যখন জনপ্রিয় হয়ে যাবে তখন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। 


আপনি এই ব্যবসা করার মাধ্যমে প্রতিদিনই কিছু টাকা লাভ করতে পারবেন যা সাধারণত অন্যান্য ব্যবসায় অনেক কঠিন।



আমাদের শেষ কথা 


যারা সাধারণত ছোট ব্যবসার আইডিয়া খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই আর্টিকেলের আমি সেরা কয়েকটি ব্যবসা আইডিয়া সম্পর্কে বলতে চেয়েছি। 


আশা করি আজকের আর্টিকেলটি যারা বিস্তারিত পড়েছেন তাদের আর এই নিয়ে প্রশ্ন থাকবে না। আমাদের পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। 


আরো দেখুন 



Akash

প্রযুক্তির খবর, শিক্ষা ও ইন্সুরেন্স, ভিসার খবর, স্বাস্থ্য টিপস ও অনলাইনে আয় সম্পর্কিত তথ্যের বিরাট একটি প্ল্যাটফর্ম।

Post a Comment (0)
Previous Post Next Post